Uddhav Thackray: আস্থা ভোটের আগেই ইস্তফার কথা ঘোষণা উদ্ধব ঠাকরের | Bangla News

2022-06-29 31

আস্থা ভোটের আগেই ইস্তফার কথা ঘোষণা উদ্ধব ঠাকরের। মুখ্যমন্ত্রিত্ব ছাড়ার কথা ঘোষণা করলেন উদ্ধব ঠাকরের। আস্থা ভোটে সুপ্রিম কোর্ট স্থগিতাদেশ না দেওয়ার পরেই ইস্তফা। মুখ্যমন্ত্রীর পদে ইস্তফা দেওয়া নিয়ে কোনও আফশোস নেই, জানালেন উদ্ধব ঠাকরে। উদ্ধবের ইস্তফার ঘোষণার পরেই উৎসবে মাতলেন বিজেপি বিধায়করা। গুয়াহাটি থেকে গোয়া পৌঁছে গেল বিদ্রোহী শিণ্ডে শিবির।

Videos similaires